• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা বলতে সংসদে যেতে চান উমা মুহুরী

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:১৮
নিজস্ব প্রতিবেদক

পূর্বাঞ্চলের সাবেক রেলওয়ে কর্মকর্তা উমা মুহুরী ১৮ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন স্বামী হারানোর। এবার সেই শোকস্মৃতি নিয়ে সংসদে যেতে চান তিনি। জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উমা মুহুরীর পক্ষে তার মেয়ে সুদীপা মুহুরী ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে ফরম জমা দেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় বসার মাত্র দেড় মাসের মাথায় চট্টগ্রামে নৃশংসভাবে খুন করা হয়েছিল মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপাল কৃঞ্চ মুহুরীকে। চোখের সামনে স্বামী খুন হওয়ার রক্তাক্ত, দুঃসহ স্মৃতি নিয়ে এতদিন বেঁচে আছেন উমা মুহুরী।

এ প্রসঙ্গে উমা মুহুরী বলেন, বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রত্যক্ষ শিকার ছিলাম আমার স্বামী ও আমার পরিবার। তারা নৃশংসভাবে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি সেসব কথা বলবো সংসদে। আমি দুঃশাসনের কথা বলতে আমি সংসদে যেতে চাই। আশা করি, জাতির জনকের কন্যা আমাকে সংসদে যাবার সুযোগ দেবেন।

পিবিডি/রবিউল

উমা মুহুরী,আওয়ামী লীগ,সুদীপা মুহুরী,অধ্যক্ষ গোপাল কৃঞ্চ মুহুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close