• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জেলা হাসপাতালে দুদকের অভিযান, অনুপস্থিত ৪০ ভাগ চিকিৎসক

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৫:১৫ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:০১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দেশের ১০টি জেলা হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসকদের ব্যাপক দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ জানুয়ারি) দেশের ১০টি জেলার হাসপাতালে আকস্মিক অভিযান চালায় দুদক। এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযান শেষে দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এসব হাসপাতালের ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৪০ শতাংশই অনুপস্থিত।

এ সময় ভবিষ্যতে এ ধরনের আরও অভিযান চলবে এবং এ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা দেন দুদক ডিজি।

/পিবিডি/একে

দুদক,চিকিৎসক,মুনীর চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close