• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সকাল থেকে বিদ্যুৎ নেই ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৬:২৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মহাখালীর ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিশেষ করে আইসিইউতে থাকা রোগীদের ভোগান্তি বেশি হচ্ছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা যায়। এসময় হাসপাতালের জেনারেটরটি কিছুক্ষণ চালু থাকার পর সেটিও অচল হয়ে পড়েছে।

সম্পর্কিত খবর

    হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীর স্বজন জহিরুল ইসলাম বলেন, আজ বেলা ১১টায় শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এরপর থেকে হাসপাতালের আইসিইউ, কার্ডিয়াক ইউনিট কোথাও বিদ্যুৎ নেই। আইসিইউ এর রোগীদের জন্য শুধু অক্সিজেন চালু আছে। আর স্বজনরা হাতপাখা দিয়ে বাতাস করে গরম কমানোর চেষ্টা করছেন।

    তিনি বলেন, আমি আমার স্বজনকে এখান থেকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার চেষ্টা করছি।

    এ প্রসঙ্গে হাসপাতালে যোগাযোগ করা হলে রিসেপশনিস্ট রঞ্জন দাস অপু বলেন, আমাদের এখানে বিদ্যুতের সমস্যা ছিল কথাটা ঠিক। এখন আইসিইউতে বিদ্যুৎ দেয়া হয়েছে। অন্য স্থানগুলোতে দেয়ার জন্যও চেষ্টা চলছে।

    পিবিডি/আরিফ

    ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close