• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

কিশোরগঞ্জ-১ ও ডিএনসিসি নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৩৭ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই একই দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে এসব নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সম্পর্কিত খবর

    গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    হেলালুদ্দীন আহমদ বলেন, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তিনি শপথ গ্রহণ করেননি। যেহেতু তিনি শপথ গ্রহণ করেননি তাই সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়ন ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ সময়।

    অন্যদিকে, ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে আনিসুলের মৃত্যুতে ফাঁকা হয় মেয়র পদটি। গত বছরের ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল। তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট। তবে সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দেয় হাইকোর্ট।

    হেলালুদ্দীন আহমদ জানান, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close