• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘যখন প্রশ্ন ফাঁসকারীর পরিচয় প্রকাশ হয়, তা দেখে লজ্জা লাগে’

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ২০:০৩
চট্টগ্রাম সংবাদদাতা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষার আগের দিন অনেক অভিভাবক প্রশ্ন খুঁজেন। অনেক শিক্ষক অসাদুপায় অবলম্বন করে কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস করেন। যখন জড়িতদের পরিচয় প্রকাশ করা হয়, তা দেখে লজ্জা লাগে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    দীপু মনি বলেন, পরীক্ষার আগের দিন অভিভাবকের ব্যস্ত থাকার কথা সন্তানকে নিয়ে। শিক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা দিতে পারছেন কি না তা নিয়ে শিক্ষকের ব্যস্ত থাকার কথা। কিন্তু তার উল্টোটা হয়। তিনি প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

    মন্ত্রী বলেন, ২০১৮ সালে প্রশ্নপত্র ফাঁস হয়নি। সামনেও যাতে না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের প্রশ্ন ফাঁসে রোধে সংশ্লিষ্ট বিভাগ কঠোর নজরদারি করছে। যদি কারও বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close