• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

৭১ তম জন্মদিনে সাংবাদিকদের শুভেচ্ছার উত্তরে যা বললেন ফখরুল

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩ | আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫২
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিনে সাংবাদিকরা তাকে শুভেচ্ছা জানালে ফখরুল বলেন, বৃদ্ধকে জন্মদিনের কথা বলা মানে মৃত্যুর দিন ঘনিয়ে আসছে তা স্মরণ করিয়ে দেওয়া। এখন জন্মদিন মানে জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া তা মনে করিয়ে দেওয়া।

আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সংবাদ সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকরা তাকে ৭১ তম জন্মদিনের শুভেচ্ছা জানালে তিনি হাসিমুখে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, একাদশ নির্বাচন নিয়ে যে সব কথা এসেছে, যে সব রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে, এটা কোনো নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।

পুননির্বাচনের দাবি পুনব্যর্ক্ত করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট-বিএনপিসহ আমাদের জোট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি।

৩০ ডিসেম্বরের ভোটে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ করা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপর জনগণের আস্থা বিনষ্ট হয়ে গেছে। এই কাজটি আওয়ামী লীগই করেছে।

পিবিডি/ হাসনাত

ফখরুল,সাংবাদিক,জন্মদিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close