• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

উৎপাদন-প্রবৃদ্ধি বাড়ায় দেশে টাকা পাচারও বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:১০ | আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক

দেশে প্রবৃদ্ধি ও উৎপাদন বাড়ায় টাকা পাচারের পরিমাণও বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মান্নান বলেন, ‘যেহেতু আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে, টাকাও প্রচুর বেশি আগের তুলনায়। টাকা পাচারও বৃদ্ধি পেয়েছে লজিকালি আমার মনে হয়। এটা নিয়ে আমাদের নজরে আছে। আমার মনে হয়, মন্ত্রী, প্রধানমন্ত্রী চিন্তাভাবনা করছেন এটা নিয়ে। ব্যাংকগুলোর ওপরও নির্দেশনা আছে। নানাভাবে আমরা কাজ করছি।’

সম্পর্কিত খবর

    মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী।

    সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে ২০১৫ সালে প্রায় ৪৯ হাজার ৫৬০ কোটি টাকা পাচার হয়েছে।

    পিবিডি/ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close