• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫২ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র রাইখালী ইউনিয়ন নেতাসহ দুইজন নিহত হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজার নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপিডিএফ (গনতান্ত্রিক) দলের রাইখালী ইউনিয়নের বটতল গ্রামের থইলাসিন মারমার ছেলে ইউনিয়নের নেতা মংসুইনু মার্মা (৪০) এবং তার বন্ধু একই ইউনিয়নের নারায়নগিরি পাড়ার আরব আলীর ছেলে মো. জাহিদ হোসেন (২২)।

মংছিনু আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের রাইখালী ইউনিয়নের এরিয়া কমান্ডার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে দুর্গম রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়ায় ভালুকিয়া সড়কের পাশের একটি দোকানে অবস্থান করছিলেন মংছিনু। এসময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই মংছিনু এবং সেখানে থাকা জাহিদ নামে এক ব্যক্তি মারা যান।

ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও তা জানা যায়নি।

ঘটনা সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে এসে দুইটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি।

পিবিডি/আরিফ

রাঙামাটি,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close