• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মিডিয়া ঘুমালে ৩৮৪ বছর কারাদণ্ড হত জাহালমের!

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪
নিজস্ব প্রতিবেদক

দুদকের করা ভুল মামলায় দীর্ঘ তিন বছর কারাভোগের পর হাইকোর্টের নির্দেশে ৩ ফেব্রুয়ারি রোববার রাতে মুক্তি পান পাটকল শ্রমিক জাহালম। পাঁচ বছর আগে সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দেওয়া ৩৩টি ভুল মামলায় তাকে ৩৮৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রতিবেদন প্রকাশ হলে আদালতের নজরে আসে।

জাহালম বলেন, আমি বারবার বলেছি- আমি গরীব মানুষ, আমি এত টাকা ঋণ করবো কেন? স্যার আমি জাহালম, আবু সালেক না। আমি নির্দোষ। কিন্তু কোনও কথাই সে সময় পুলিশ কিংবা দুদক শোনেনি। ফলে আসল আসামি সালেকের পরিবর্তে আমাকে ৩ বছর কারাভোগ করতে হয়েছে বিনা দোষে। ওই সময় আমাকে মারপিটও করা হয়।

তিনি আরও বলেন, মিডিয়া আসল তথ্য প্রকাশ না করলে আমাকে হয়ত জেলেই পচে মরতে হত। আমাকে মুক্ত করায় মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ। আমিও চাই প্রকৃত দোষীর শাস্তি হোক।

তার মতো নিরাপরাধ ব্যক্তিকে যেন দুদক না ফাঁসাতে পারে সেজন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবী করেন তিনি।

পিবিডি/ হাসনাত

জাহালম,কারাদণ্ড,মিডিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close