• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

সারাদেশে আড়াই কোটি শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন,রাজধানীসহ সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কো‌টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হ‌বে শনিবার (৯ ফেব্রুয়ারি)।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো খাবে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি ছিল ভিটা‌মিন ‘এ’ ক্যা‌ম্পেইনের নির্ধারিত দিন। কিন্তু শেষ মুহূর্তে ভারতের একটি কোম্পানি থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।এ ঘটনায় অধ্যাপক ডা. এনায়েতুর রহমানকে প্রধান করে গ‌ঠিত তদন্ত কমি‌টি তদন্ত শে‌ষে প্র‌তি‌বেদন দা‌খিল ক‌রে‌ছে। ত‌বে প্র‌তি‌বেদ‌নে কী আছে তা বল‌তে নারাজ তি‌নি।

পিবিডি/জিএম

স্বাস্থ্যমন্ত্রী,জাহিদ মালিক,ভিটামিন ‘এ’ ক্যাপসুল,সচিবালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close