• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সমুদ্র পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ৩২ জন উদ্ধার

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৫
কক্সবাজার প্রতিনিধি

দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ, গোলারচর ও শিলখালি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী এথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয় জন পুরুষ।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, যাত্রীরা কেন কীভাবে ও কার মাধ্যমে সেখানে যাচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের গত বছর মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয় বলে জানিয়েছেন তিনি।

পিবিডি/জিএম

রোহিঙ্গা,কক্সবাজার,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close