• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতে বিষাক্ত মদপানে ৭০ জনের প্রাণহানী

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪ | আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় অর্ধশতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

দেশটির উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে গত তিনদিনে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। এদের মধ্যে উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জনের মৃত্যূ হয়। এ ছাড়া উত্তরাখন্ডে মারা গেছে ২৮ জন।

স্থানীয় একটি উৎসবে বিষাক্ত মিথানলযুক্ত মদ পানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। এ ঘটনায় ভেজাল মদ বিক্রি এবং সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে দুই রাজ্য থেকে ১২ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার।

পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে একটি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা ভেজাল মদপান করে মারা গেছে। কয়েকজন সেই মদ সাহারানপুরে নিয়ে এসে বিক্রি করে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

বিষাক্ত মদপানে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close