• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মেট্রোরেল ২০২২ সালের মধ্যে চালু হবে: জাইকা

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল (এমআরটি-৬ প্রকল্প) ২০২২ সালের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা।

পরে মন্ত্রী জানান, জাইকা জানিয়েছে হলি আর্টিজান ট্রাজেডির পর কিছু সময় বিলম্ব হলেও, এখন মেট্রোরেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এম এ মান্নান বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এ বছরের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে। তবে মতিঝিল পর্যন্ত পুরো এমআরটি-৬ এর কাজ শেষ হতে ২০২২ পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে জাইকা।

এছাড়া উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে, বাংলাদেশে জাইকা সহযোগিতা আরো বাড়াতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিডি/এআইএস

জাইকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close