• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সোহরাওয়ার্দীতে আগুন, নগরীর বিভিন্ন হাসপাতালে রোগী স্থানান্তর

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগায় সেখানের রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে ৩৬ জনকে।

ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে তারা প্রস্তুতি নিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১৬টি ইউনিট। হাসপাতালের শিশু ও গাইনী বিভাগের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে ৩ ঘণ্টা পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান বলেন, ১৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে এখনো ধোঁয়া আছে, ফায়ার সার্ভিস ও হাসপাতালের কর্মীরা মিলে রুমগুলো চেক করছে, আগুন রয়েছে কি না।

এবিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। হাসপাতালের সকল রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা উদঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ থেকে ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

পিবিডি/জিএম

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন,ঢামেক,স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close