• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরির্দশন করলেন তথ্যমন্ত্রী

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২
নিজস্ব প্রতিবেদক

কলকাতার ঐতিহাসিক বেকার হোস্টেল পরির্দশন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ৭ নম্বর স্মিথ রোডের সরকারি এই ছাত্রবাসে প্রবেশ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ উপদূতাবাসের শীর্ষ কর্মকর্তারা।

হোস্টেলে পৌছালে প্রথমেই তাকে স্বাগত জানানো হয়। এরপর তিনি চলে যান তিনতলায়। সেখানে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানান এবং কিছু সময় নিরবতা পালন করেন তথ্যমন্ত্রী। বেকার হোস্টেলের যে ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধু থাকতেন সেই ঘরটিও ঘুরে দেখেন তিনি।

এরপর সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই জায়গা দেখতে পেরে আমি খুব খুশি। শনিবার তিনি শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে যাচ্ছেন বলে জানান।

প্রসঙ্গত, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় শুক্রবার শুরু হচ্ছে চার দিনের চলচ্চিত্র উৎসব। সেই উৎসবের প্রধান অতিথি হিসাবে বৃহস্পতিবার দুপুরে কলকাতা পৌঁছান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


/পিবিডি/আরাফাত

ড. হাছান মাহমুদ,বেকার হোস্টেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close