• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পায়রায় হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র, সিমেন্সের সঙ্গে চুক্তি

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর পায়রায় এলএনজি নির্ভর একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে জার্মানির সিমেন্স এজির সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি।

৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রটি হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে জার্মানির মিউনিখে হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই যৌথ উন্নয়ন চুক্তি সই হয়। মিউনিখে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল শেরাটনে সিমেন্স এজির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কাইজার সাক্ষাতের সময় এ চুক্তি স্বাক্ষর হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের উপস্থিতিতে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

৩৬০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াটের মোট তিনটি ইউনিট থাকবে। আমদানি করা এলএনজি এ কেন্দ্রে কীভাবে আনা হবে তা নিয়ে সমীক্ষা চলছে।


/পিবিডি/একে

বিদ্যুৎকেন্দ্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close