• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যানজটের শীর্ষ শহর ঢাকা

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০
নিজস্ব প্রতিবেদক

অনলাইনভিত্তিক বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও এর সাম্প্রতিক জরিপে বিশ্বের শীর্ষ যানজটের শহরের তালিকায় ঢাকার নাম উঠে এসেছে। প্রতিষ্ঠানটি শনিবার ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯ প্রকাশ করেছে।

ওই সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরের তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকা আর দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ ২০৭ শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা করেছে সংস্থাটি।

সম্পর্কিত খবর

    জরিপে যানজটের জন্য ঢাকার স্কোর ২৯৭ দশমিক ৭৬। আর দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ২৮৩ দশমিক ৬৮। ২৭৭ দশমিক ৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি।

    এর আগে ২০১৮ এবং ২০১৭ সালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। তবে ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয় এবং ২০১৫ সালে এ অবস্থান ছিল অষ্টম।

    প্রসঙ্গত, ২০১৯ সালেও বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহরের শীর্ষস্থান এবারও ধরে রেখেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে চেক রিপাবলিকের শহর বিয়ারনো, ডেনমার্কের কোপেনহেগেন, সুইডেনের গোথেনবার্গ ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট।

    পিবিডি/রবিউল

    নামবিও,ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close