• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খুলনায় চিংড়ি ঘের থেকে ৩২টি গ্রেনেড উদ্ধার

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০
খুলনা প্রতিনিধি
ফাইল ছবি

খুলনার পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৩২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে ভিলেজ পাইকগাছা গ্রামের আবুল হাসানের চিংড়ি ঘেরে বাঁধের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া কাঁঠের বক্সের মধ্যে গ্রেনেডগুলো পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ জানান, শ্রমিকরা চিংড়ি ঘেরের বাঁধ দেওয়ার সময় মাটি খুড়তে গিয়ে ১০ ইঞ্চি থেকে ১ ফুট মাটির নিচে ৩২টি গ্রেনেড পায়। গ্রেনেডগুলো পাকিস্তান আমলের। স্বাধীনতাযুদ্ধের সময় সেগুলো মাটিকে পুঁতে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে এবং বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি।


/পিবিডি/একে

গ্রেনেড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close