• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচনী ট্রাইব্যুনালে ঐক্যফ্রন্টের আরো ৭জনের আবেদন

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছে ঐক্যফ্রন্টের আরো সাত প্রার্থী।

রোববার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচ জনের পক্ষে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার এম. আতিকুর রহমান।

সম্পর্কিত খবর

    আবেদনকারীরা হচ্ছেন- অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান (জয়পুরহাট-২), মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), আবু ওহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), আবুল হোসেন খান (বরিশাল-৬), মো. শরিফুল আলম (কিশোরগঞ্জ-৬), শাহ মো. ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫) এবং আনোয়ারুল হক (নেত্রকোনা-২)।

    এর আগে গত (১৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিএনপি, গণফোরাম ও প্রগ্রেসিভ ডেমোক্রেটিভ পার্টি (পিডিপি) এর ৭৪ জন প্রার্থী হাইকোর্টের নির্বাচনী আদালতে নির্বাচন বাতিল চেয়ে আবেদন করেন। নির্বাচনকে চ্যালেঞ্জ করে গত ১২ ফেব্রুয়ারি ৫ বিএনপি প্রার্থী হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন। ১৩ ফেব্রুয়ারি আরো দুই বিএনপি প্রার্থী এবং গত বৃহস্পতিবার ৭৪ পরাজিত প্রার্থী আবেদন করেন।

    আবেদনকারীদের মধ্যে সুব্রত চৌধুরী (ঢাকা-৬) মফিজুল ইসলাম খান কামাল (মানিকগঞ্জ-৩) এবং মোস্তফা মহসীন মন্টু (ঢাকা-৭) গণফোরামের প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

    এছাড়া রংপুর-৩ আসনে প্রগ্রেসিভ ডেমোক্রেটিভ পার্টি (পিডিপি) এর সাব্বির আহমেদ নির্বাচনে অংশ নেন।

    প্রত্যেক আবেদনকারী নিজ নির্বাচনী আসনের অন্য প্রার্থীদের বিবাদী করেছেন। আবেদনে বিবাদীদের প্রতি নোটিশ ও সাক্ষীদের তলবের আরজি জানানো হয়েছে। সেইসঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীর সংসদ সদস্য পদ বাতিল চাওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক সংসদীয় আসনের নির্বাচন বাতিল চাওয়া হয়েছে।

    নির্বাচনী আবেদন শুনানির জন্য বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি রেজউল হাসান, বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন নিয়ে পৃথক পৃথক নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

    পিবিডি/টিএইচ

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close