• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গি হামলায় নিহত ৪

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৬
আন্তর্জাতিক ডেস্ক

ফের রক্তাক্ত কাশ্মীরের পুলওয়ামা। লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেমে প্রাণ হারালেন চার সেনা। এদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিন জওয়ান। নিহতরা ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলেছে গুলির লড়াই।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জঙ্গি হামলার পর থেকেই এলাকায় তল্লাশি চালাচ্ছিল সেনা। রোববার (১৭ ফেব্রুয়ারি) ভারতের স্থানীয় সময় রাত ১২টার দিকে খবর আসে পুলওয়ামার পিংলান গ্রামে লুকিয়ে রয়েছে ২-৩ জন জঙ্গি। তাদের ধরতেই অভিযানে নামে সেনা, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ।

সম্পর্কিত খবর

    অভিযানের সময় স্থানীয় এলাকায় ইন্টারনেট, মোবাইল অচল করে দেওয়া হয়। ভোররাতে একটি বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পালানোর পথ না পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মারাত্মক আহত হন ৪ সেনা। এদের মধ্যে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের তড়িঘড়ি বাদামিবাগের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে তাদের মৃত্যু হয়।

    পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের প্রশিক্ষক রশিদ গাজি এখনও এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। সেনা তৎপরতায় সে পালাতে পারেনি বলেই মনে করা হচ্ছে। এরকম এক অবস্থায় বৃহস্পতিবার হামলার পর থেকেই এলাকায় শুরু হয় তল্লাশি।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ভয়ঙ্কর বিস্ফোরণে শহিদ হন ৪০ জন। তারপর থেকেই এলাকায় তল্লাশিতে নেমেছে সিআরপিএফ, সেনা ও কাশ্মীর পুলিশ। সূত্র: জি নিউজ।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close