• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই: শাফিন আহমেদ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচন প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে আশা প্রকাশ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর মানুষ গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসের সামনে নির্বাচনী প্রচারকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    শাফিন আহমেদ বলেন, ঢাকার উন্নয়নের পথিকৃত হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিলোত্তমা ঢাকার শুরু হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরেই। আমরা এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই।

    তিনি বলেন, রাজধানীর পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া সরনি, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব উন্নয়নের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের ছোঁয়া লেগে আছে।ঢাকাবাসী এখনো মনে রেখেছে হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙলের অবদান। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করতে হবে।

    পরে মেয়র প্রার্থী শাফিন বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


    /পিবিডি/একে

    শাফিন আহমেদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close