• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরাজগঞ্জে বিরল প্রজাতির পাখি উদ্ধার

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১০
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মুলিবাড়ী থেকে বিরল প্রজাতির একটি মদন টাক পাখি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পরিবেশবাদী সংগঠক ‘দি বার্ড সেফটি হাউজের সদস্যরা পাখিটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নবিদুল ইসলামের ছোট ভাই ইলিয়াস হোসেন জানান, গত ৩ দিন আগে গাছাবাড়ী গ্রামে একটি গাছে ২টি মদন টাক পাখি দেখা যায়। এলাকাবাসী এর মধ্যে ১টি পাখি আটক করে ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামের বাড়িতে রেখে যায়।

এ বিষয়ে ‘দি বার্ড সেফটি হাউজ’র সভাপতি মামুন বিশ্বাস জানান, খবর পেয়ে সকালে চেয়ারম্যানের বাড়ি থেকে পাখিটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মদন টাক পাখিটির বিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত পাখিটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

/পিবিডি/পি.এস

সিরাজগঞ্জ,বিরল প্রজাতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close