• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীর রাজপথে তুলির আঁচড়

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৪ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৫
নিজস্ব প্রতিবেদক

বাঙালির সকল প্রাণের উত্সবে মিশে আছে আলপনার রং। ২১ ফেব্রুয়ারিও এর ব্যতিক্রম নয়। ভাষার প্রতি ভালবাসায় ও শহীদদের স্মরণে রাজধানীর রাজপথ সেজেছে নানা রঙের আলপনায়। শহীদ মিনারের বেদিতে লাল নীল সাদা, হলুদ নানা রঙের বর্ণীল আলপনা আমাদের সব বয়সের মানুষকে একুশের চেতনা উদ্বিপ্ত করে। শিশুর গালে আর কারো কপালে হাতে চারুকলার চারুলতাদের করা আলপনা বলে একুশ মানে আমার আঁকা আলপনা। এদেশে বর্ণিল আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর মধ্যে অন্যতম জাতীয় শহীদ মিনারে ফুল দেয়া, বই মেলা ও আলপনা অঙ্কন। এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রং-তুলির আচড়ে পিচঢালা রাজপথে সেজেছে মোহনীয় সব আলপনায়। ফুটিয়ে তোলা হয়েছে একুশের প্রতিমূর্তি। /পিবিডি/একে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close