• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ১২ জন, চিকিৎসা নিয়েছেন ২০ জন

যন্ত্রণাকাতর দগ্ধ মানুষ ছুটে আসছেন বার্ন ইউনিটে

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে আসছেন স্বজনরা। আগুনে পোড়া মানুষদের যন্ত্রণাকাতর আর্তনাদে ভারি হয়ে ওঠেছে বার্ন ইউনিট।

বার্ন ইউনিটের কর্তব্যরত এটেনডেন্ট আবদুর রউফ জানান, পোস্ট অপারেটিভ কক্ষে দগ্ধ হয়ে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় দুজনকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এছাড়া মারাত্মক নয়. শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে যাওয়া প্রায় ২০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশের কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের পর সকাল নাগাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৭৬টি লাশ উদ্ধারের কথা জানিয়েছে। তবে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৬৭টি লাশ গ্রহণেপ কথা জানিয়েছে। ময়নাতদন্তের পর শনাক্তকরণের ভিত্তিতে লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ।

এদিকে স্বজনদের লাশের সন্ধানে ঢাকা মেডিকেলের মর্গে ভিড় বাড়ছে। স্বজনদের আহাজারিতে সেখানে তৈরি হয়েছে শোকাবহ পরিবেশ।

এমন কিছু লাশ রয়েছে যেগুলো এতটাই পুড়ে গেছে যে চেনার ‍উপায় নেই। এক্ষেত্রে ডিএনএ নমুনা সংগ্রহ করেপরবর্তীতে আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিয়ে তা হস্তান্তর করা হবে বলে সিদ্ধান্ত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

এনই

লালবাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close