• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পুতিনের শোক

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে আগুনে দগ্ধ হয়ে ৭০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন

শোক বার্তায় মিলার বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য আমরা প্রার্থনা করছি এবং সারা দেশের মানুষের সাথে একাত্ম হয়ে তাদের পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

/পিবিডি/পি.এস

চকবাজার,পুতিন,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close