• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চকবাজার ট্রাজেডি

ঢামেকে চিকিৎসাধীন নয়জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৬
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল।

বৃহস্পতিবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, বার্ন ইউনিটে থাকা সর্বশেষ নয়জনের মধ্যে পাঁচজন আইসিইউতে, তারা সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছেন। বাকি চারজনও ঝুঁকিতে। কারণ তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে গেলে রোগীরা ঝুঁকিতে থাকেন।

সম্পর্কিত খবর

    তবে তাদের সুচিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ডা. সামন্ত লাল।

    বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন- আনোয়ার হোসেন (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফফর মিয়া (৩২), সোহাগ (২৫), সালাউদ্দীন (৪৫)।

    প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।


    /পিবিডি/একে

    চকবাজার ট্রাজেডি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close