• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মা নিখোঁজ, সন্ধান পেতে ডিএনএ দিল শিশু সানিন

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭
নিজেস্ব প্রতিবেদক

মা বিবি হালিমা বেগম শিলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাঁচ বছরের সানিন মাকে দেখতে চায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামার কোলে চড়ে মায়ের খোঁজে এসেছে। মর্গের মরদেহগুলো আগুনে পুড়ে এতই বিকৃত হয়ে ওঠেছে যে কাউকে চেনা যায় না। ওগুলোর মধ্য থেকে স্বজনরা সানিনের মা শিলাকে খুঁজে পাননি।

শুক্রবার মামার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে সানিন । শিলার লাশ খুঁজে পেতে মেয়ে সানিনের ডিএনএ নমুনা নিয়েছেন চিকিৎসকেরা।

চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় বুধবার রাত থেকেসানিনের মা বিবি হালিমা বেগম শিলা নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের স্থান থেকে ২০০ গজ দূরেই পরিবার নিয়ে থাকতেন শিলা। শিলার স্বামী মোহাম্মদ সুমন। তিনি চকবাজারেই ব্যাগের ব্যবসা করেন। আগুন তাঁদের বাসা পর্যন্ত যায়নি। তবে ‘ভাগ্য’ শিলাকেই আগুনের কাছে নিয়ে গেছে।

‘নিখোঁজ’ শিলার ভগ্নিপতি বেলাল হোসেন জানান, ঘটনার দিন রাতে সানিন একটু অসুস্থ ছিল। তার বাবা সুমন ছিলেন কর্মস্থলে। তাই শিলা তাঁর এক বোন ও দুই শিশুসন্তানকে বাসায় রেখে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে। তিনি সেই যে গেছেন, আর ফেরেননি।

তিনি আরও জানান, শিলারা পাঁচ বোন ও তিন ভাই। নোয়াখালীর বেগমগঞ্জে তাঁদের গ্রামের বাড়ি।

পরিবারের সদস্যদের ধারণা, নিচে ওষুধ কিনতে গিয়ে শিলা হয়তো ভয়াবহ আগুনের কবলে পড়েন। হয়তো তিনি আর নেই। শনাক্ত না হওয়া লাশের ভেতরে শিলা থাকতে পারেন—এমনটা ভেবে ডিএনএ নমুনা দিতে এসেছেন তাঁরা।

এনই

সানিন,অগ্নিকাণ্ডে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close