• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘খালেদা জিয়ার মুক্তির দাবি যৌক্তিক ও ন্যায়সংগত’

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৪ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, খালেদা জিয়ার মুক্তি যৌক্তিক ও ন্যায়সংগত দাবি। নির্বাচন নিয়ে গণশুনানি হলেও এখান থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি যাওয়া উচিত।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সুপ্রিম কোর্ট চত্বরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি শেষে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনব্যাপী গণশুনানিতে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেওয়া ঐক্যফ্রন্টের প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন।

কামাল হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তি যৌক্তিক ও ন্যায়সংগত দাবি। নির্বাচন নিয়ে গণশুনানি হলেও এখানে সবার বক্তব্যে এ দাবি এসেছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি এ অনুষ্ঠান থেকেও যাওয়া উচিত।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। যাতে করে স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে বলা যায়, আমরা দেশকে পুনরুদ্ধার করেছি।

তবে গণশুনানির শুরুতে কামাল হোসেন বলেন,আমরা ঠিক বিচারক নই, বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। আমাদের বিচার করার ক্ষমতা নেই, দায়িত্বও না। রাষ্ট্রের মালিক হিসেবে জনগণের কাছে সঠিক চিত্র তুলে ধরতেই এ শুনানি। আর এটা ঠিকভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞদের প্যানেল।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ।

পিবিডি/জিএম

জাতীয় ঐক্যফ্রন্ট,শীর্ষ নেতা,গণফোরাম সভাপতি,ড. কামাল হোসেন,গণশুনানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close