• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হিজবুল মুজাহিদিনের হুমকি

‘কাশ্মিরে আত্মঘাতী হামলা অব্যাহত রাখবে স্বাধীনতাকামীরা’

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫১ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৫
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

কাশ্মিরের স্বাধীনতাকামীরা আত্মসমর্পণ করবে না, বরং এলাকাজুড়ে আত্মঘাতী হামলা বৃদ্ধির হুমকি দিয়েছে সেখানকার সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিন। সম্প্রতি এক অডিও বার্তায় সংগঠনের শীর্ষ নেতা ও অপারেশনাল কমান্ডার রিয়াজ নাইকু বলেন, স্বাধীনতাকামী কাশ্মিরের তরুণরা মৃত্যুভয় তুচ্ছ করে রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখবে।

রিয়াজ নাইকু বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষায় উন্মাতাল কাশ্মিরের তরুণরা। আমরা আত্মাহুতি দেওয়া থামাবো না। আমরা বরং মরবো, তবু আত্মসপর্মণ করবো না।

তিনি বলেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমাদের ১৫ বছর বয়সী শিশু তার শরীরে বিস্ফোরক বহন করবে আর সেটা তোমাদের গাড়িতে ছুঁড়বে। আমাদের কাছে দাসত্বের চেয়ে মৃত্যু ভালো।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে প্রাণ হারায় ৪৯ সেনা সদস্য। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ।

পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় রিয়াজ নাইকু বলেন, আদিল আহমেদ দার নামের ওই আত্মঘাতী হামলাকারী একজন কাশ্মিরি। তার ওপর সংঘটিত সেনানিপীড়নই তার মনের ভেতরে এমন হামলার উসকানি সৃষ্টি করেছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আদিলের বাবা গুলাম হোসেন দাবি করেন, ২০১৬ সালের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হাতে ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছিল আদিল। তারপর থেকেই সে বদলে যেতে থাকে।


/পিবিডি/একে

কাশ্মির,আত্মঘাতী হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close