• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্কারে সেরা সিনেমা ‘গ্রিন বুক’

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩ | আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৩
বিনোদন ডেস্ক

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা সিনেমার পুরস্কার জিতলো পিটার ফ্যারেলি পরিচালিত ‘গ্রিন বুক’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সেরা সিনেমার দৌড়ে এবার মনোনয়ন পেয়েছিল আটটি ছবি। নেটফ্লিক্সের প্রথম ছবি হিসেবে অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায় স্প্যানিশ ভাষায় নির্মিত আলফনসো কুয়ারনের ‘রোমা’। এটি জিতে গেলে তৈরি হতো নতুন ইতিহাস। কারণ, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ইংরেজি ভাষার বাইরের কোনও ছবি সেরা চলচ্চিত্র হয়নি। ‘রোমা’র আগে মাত্র ৯টি ছবি অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু পুরস্কার জেতেনি। ‘রোমা’ সেই ইতিহাস বদলাতে পারেনি।

এই বিভাগে প্রথম সুপারহিরো ছবি হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ে ‘ব্ল্যাক প্যান্থার’। ৯১তম অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্য ছবিগুলো হলো ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ভাইস’।

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রামি সাঈদ মালেক। বোহেমিয়ান রাপসাডি চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেলেন তিনি।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি প্রথমবার অস্কার পেলেন।

সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। মেক্সিকান সিনেমা ‘রোমা’ নির্মাণ করে তিনি দ্বিতীয়বারের মতো অস্কার পেলেন। একই সিনেমার জন্য সেরা বিদেশি ভাষার পুরস্কার উঠেছে তার হাতে।

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মাহেরশালা আলি। ‘গ্রিন বুক’ ছবিতে অভিনয় করে তিনি এ পুরস্কার জিতেন।

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রেগিনা কিং, ইফ বেলে স্ট্রিট কুড টক ছবিটির জন্য।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স।

সেরা ডকুমেন্টারি ফিচার: ফ্রি সলো।

সেরা প্রোডাকশন ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, হান্না বেচলার ও জে হার্ট।

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, রুট ই কার্টার।

সেরা সিনেমাটোগ্রাফি: রোমা, আলফনসো কুরনার।

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: ভাইস, গ্রেগ ক্যানমন, কেট বিসকো, প্যাট্রিসিয়া ডিহ্যানি।

সেরা সাউন্ড এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, পল ম্যাসি, টিম ক্যাভিগান, জন সেসলি।

বেস্ট ফিল্ম এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, জন অটোমেন।

বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম: বাও


/পিবিডি/একে

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস,অস্কার,গ্রিন বুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close