• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মনসুরের শপথে ‘টাকা-পয়সার লেনদেন’ থাকতে পারে!

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১৯:৫৪ | আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:০৫
নিজস্ব প্রতিবেদক

ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হওয়ার পর জোটের সিদ্ধান্ত না মেনে সুলতান মোহাম্মদ মনসুর অনৈতিক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বলে মনে করছেন গণণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এখানে টাকা-পয়সারও লেনদেন থাকতে পারে।

বৃহস্পতিবার ‘সুলমান মোহাম্মদ মনসুর শপথ নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জনিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার -২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর।

শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। দল থেকে বহিষ্কারের পাশাপাশি সুলতান মনসুরের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।

শপথ গ্রহণের পর সংসদ সদস্য সুলতান মনসুর সাংবাদিকদেরকে জানান, জোটের শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছেন তিনি।

পিবিডি/ এনই

জাফরুল্লাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close