• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১৯:৫৪ | আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:০৪
স্পোর্টস ডেস্ক

কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের পক্ষে গোলটি করেন রবিউল হাসান। খেলার দ্বিতীয়ার্ধে তথা ৮২ মিনিটে তিনি গোলটি করেন।

এরপর ৮৫ মিনিটে গোলকিপারকে একা পেয়েও তা গোলে পরিণত করতে পারেননি সেই রবিউল। আর কোনো গোল না হওয়ায় প্রীতি ফুটবল ম্যাচটিতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

নমপেনে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ে হয়তো র‌্যাংকিংয়ে খানিকটা এগোবে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে কম্বোডিয়া ১৭২, বাংলাদেশ ১৯২।

এর আগে কম্বোডিয়ার বিপক্ষে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ দল। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে কম্বোডিয়াকে ২-১ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ। ২০০৭ সালে ভারতের নেহেরু কাপে কম্বোডিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এরপর ২০০৯ সালে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ দল।

পিবিডি/ হাসনাত

ফুটবল,বাংলাদেশ,জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close