• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোটা আন্দোলনের নেতা রাশেদকে হুমকির অভিযোগ

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক

কোটা আন্দোলনের দাবিতে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রাশেদ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাঁর ঝিনাইদহের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

    রাশেদ খান জানান, গতকাল সন্ধ্যায় দুই ব্যক্তি মোটরসাইকেলে ঝিনাইদহ সদর উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে যান। তাঁরা তাঁর মা–বাবাকে হুমকি দিয়ে বলেন, রাশেদ আন্দোলন করছেন এবং সরকারবিরোধী কথাবার্তা বলছেন। তাঁকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর এসব করলে তাঁকে গুলি করে মেরে ফেলা হবে।

    এ ঘটনার পর রাশেদের মা অচেতন হয়ে পড়েন। তাঁকে ঝিনাইদহের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আড়াই ঘণ্টা পর তাঁর চেতনা ফিরে আসে বলে জানান তিনি।

    পিবিডি/এআইএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close