• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদক ব্যবসায়ীদেরও নির্মূল করে ছাড়বো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১৮:০৫ | আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:০৮
চট্টগ্রাম প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পঞ্চগড়সহ কয়েকটি হত্যা, হলি আর্টিজান, শোলাকিয়ার হামলার ঘটনা দেখেছি। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছি, দূর করেছি বলবো না। তেমনিভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মাদক ব্যবসায়ীদেরও নির্মূল করে ছাড়বো।

বৃহস্পতিবার (১৪ মার্চ) চট্টগ্রামের রাউজানে এবিএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসায়ীদের এতদিন সাবধান করেছি। এবার কঠোর ব্যবস্থা। এর বেশি কিছু বলতে চাই না। শুধু বলবো মাদক ব্যবসা ছেড়ে দেন, অন্য ব্যবসা আছে সেগুলো করেন। আপনারা দেখেছেন মাদক ব্যবসায়ীদের পরিণতি কী হয়েছে।

তিনি বলেন, কোনো ধর্মেই মাদক অ্যালাউ করে না। প্রধানমন্ত্রীও মাদক ও জঙ্গিবাদ পছন্দ করেন না। জঙ্গিবাদে যারা জড়িয়েছে কি লাভ হলো তাদের। মৃত্যুর পর তার লাশটা পর্যন্ত পরিবার গ্রহণ করতে চায় না। আপনারা যদি আপনাদের ভাই, বোন, ছেলে, মেয়ে কোথায় যায়, কী করে খবর রাখেন তবে জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাবাংলায় কাজ করছি। চাঁদে সাঈদীকে দেখা যায় বলে তান্ডব দেখেছি। কয়েকশ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা দমন করেছি। তারপর আমরা জঙ্গিবাদের উত্থান দেখলাম।

তিনি আরো বলেন, রাউজানের মানুষ শান্তিপ্রিয়। অন্যায়ের কাছে মাথানত নয়, তাদের এ শিক্ষা দিয়েছেন মাস্টার দা সূর্যসেন। দেশের মানুষ সচেতন হলেই মাদক ও জঙ্গিবাদ দমন সম্ভব হবে বলে মত প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরীর নিকসন এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে জলিলনগর হয়ে রাউজান থানায় গিয়ে রাউজান থানা ভবন ১ম তলা (দক্ষিণ দিক) ২য়, ৩য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়াও দক্ষিণ রাউজানে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

/অ-ভি

স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close