• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউজিল্যান্ডে মসজিদে গোলাগুলি নিহত ২৭, নিরাপদে টাইগাররা

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ০৯:২৬ | আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১০:০২
স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৭ জনের নিহত হয়েছে। এতে দেশটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন, তবে তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বিবিসি ও আলজাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ সন্ত্রাসী হামলা হয়। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

    জানা গেছে, লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

    আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌঁড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close