• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউজিল্যান্ডে মসজিদে হামলা: আটক ৪

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ১১:৩০ | আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:৩৩
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: রেডিও নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দুই মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনায় মোট চারজনকে আটক করেছে দেশটির প্রশাসন। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

এর আগে শুক্রবার ভোরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২৭ জনের নিহত হয়েছে। এতে দেশটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন, তবে তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বিবিসি ও আলজাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ সন্ত্রাসী হামলা হয়। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌঁড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে। পিবিডি/রবিউল

নিউজিল্যান্ড,ক্রাইস্টচার্চ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close