• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘মোদি আছে তো সব সম্ভব’

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৯, ২২:২৩
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে নিজেদের প্রচারে উঠে পড়ে লেগেছে সব দল। বিজেপি সরকার তাঁর নির্বাচনী স্লোগান নির্ধারণ করেছে, ‘মোদি আছে তো সব সম্ভব।’

এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সরকারকে ‘দুর্বল’ও ‘ভীত’বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি এক ভিডিওতে মোদি নিজেকে যেমন ‘চৌকিদার’বলে দাবি করেছেন, তেমনই যারা দুর্নীতি, গরিবি, সন্ত্রাস ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে সরব, তাঁদের প্রত্যেককেই তাঁর মতো ‘চৌকিদার’ হিসেবে তুলে ধরেছেন। ভিডিওতে সরকারের সাফল্যের ফিরিস্তির পাশাপাশি ৩১ মার্চ ‘ম্যায় ভি চৌকিদার’ নামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে এরও পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। তাঁরা বলছে, ‘চৌকিদারিতে ব্যর্থ হয়ে এখন নিজের দায়িত্ব দেশবাসীর ঘাড়ে তুলে দিতে চাইছেন মোদি। রাহুলের অভিযোগ, মোদির ভেতরের অপরাধবোধেই এই নতুন প্রচার। নীরব মোদী, অনিল আম্বানি, বিজয় মাল্যের মতো ঋণখেলাপিদের সঙ্গে মোদির ছবি দিয়ে রাহুলের টুইট, ‘আপনি কি আজ অপরাধবোধে ভুগছেন?’

পিবিডি/ ইকা

মোদি,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close