• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

নৌকার এজেন্টকে বের করে জাল ভোট, সংঘর্ষ, ভোট স্থগিত (ভিডিও)

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ১৫:৪৮
সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু জাহিদ এর এজেন্টকে বের করে দিয়ে জাল ভোট দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মঈনুল হক (আনারস) প্রতীকের সমর্থকদের মধ্যে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় ঘন্টা খানিক ভোট গ্রহণ স্থগিত ছিল।

সোমবার (১৮ মার্চ) দুপুর দুইটায় অনিয়মের অভিযোগে ভোট দক্ষিণ সুরমার বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আবু জাহিদের এজেন্ট তারেক কে ভোট কেন্দ্র থেকে বের করে প্রথম দফায় জাল ভোট প্রদান করেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মইনুল হকের কর্মী সমর্থকেরা। এরপর দুই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এসময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় ফের ভোট গ্রহণ শুরু হয়। এরপর আবার নৌকার এজেন্ট তারেক কে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে পুনরায় জাল ভোট প্রদান করেন। এসময় আবু জাহিদের সমর্থকেরা প্রতিবাদ করেন। এসময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরেন।

এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলায় জড়িয়ে পরেন। তবে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবুও মইনুল হকের কর্মী পাভেল আহমদ রিভলভার প্রদর্শনী করেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের বন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি থাকায় ভোটাররা ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ টা ১৫ মিনিটে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একই বারে দেখা যায়নি। মানুষজন আতর্কিত হয়ে পরেছেন।

এবিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মন্টু চন্দ্র গোপ বলেন, কেন্দ্রের বাহিরে হাঙ্গামা হয়েছে। প্রায় ঘন্টা খানেক ভোট গ্রহণ স্থগিত ছিল। পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

এখন পর্যন্ত ২৫৯৯ ভোটের মধ্যে ৪৫০ টা ভোট কার্স্টিং হয়েছে বলেও জানান তিনি।

পিবিডি/এআইএস

সিলেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close