• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যেভাবে নিউজিল্যান্ড থেকে লাশ আনতে যোগাযোগ করবেন

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ২১:১২ | আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:১৬
নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাবে দেশটির সরকার। নিহত বাংলাদেশিদের প্রত্যেকের অন্তত একজনকে সে দেশে নেয়ার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড। এ জন্য যাবতীয় প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। নিহতদের পরিবারের যে ব্যক্তি লাশ আনতে যাবেন, তার ভিসাসহ যাবতীয় প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে। এ জন্য তাদেরকে জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব (কল্যাণ) ওয়ালিদ বিন কাসেমের সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। তার ফোন নম্বর ০১৭১৩১১১২২৭ এবং ই-মেইল অ্যাড্রেস [email protected]

নিচের ওয়েবসাইটে ভিসা আবেদনের পরেও উপরোক্ত কর্মকর্তার সঙ্গে দেখা করতে পারবেন নিউজিল্যান্ড যেতে আগ্রহীরা। লিঙ্কটি হল- www.immigration.govt.nz

এদিকে ওয়ালিদ বিন কামেম জানান, এখন পর্যন্ত নিহতদের পরবারের কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেনি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

পিবিডি/রবিউল

নিউজিল্যান্ড,ক্রাইস্টচার্চ,ড. এ কে আবদুল মোমেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close