• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাকসুর নবনির্বাচিতদের প্রথম কার্যকরী সভা ২৩ মার্চ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ২৩:২৮
ঢাবি প্রতিনিধি

ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৩ মার্চ)। ওই সভা থেকেই দায়িত্ব নেবেন ডাকসুর বিভিন্ন পদে বিজয়ীরা।

সোমবার (১৮ মার্চ) অধ্যাপক আবদুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত খবর

    সন্ধ্যা সাড়ে সাতটায় প্রভোস্ট কমিটির সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় ঢাবির বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

    প্রভোস্ট শফিউল আলম ভূঁইয়া বলেন, ডাকসুর প্রথম কার্যকরী সভা আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। আজ প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    হাজী মুহাম্মদ মহসীন হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণ করবেন ডাকসুর নির্বাচিত সদস্যরা। এদিন থেকে তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

    তিনি আরও বলেন, ২৩ মার্চ ১৮টি আবাসিক হলের প্রতিটিতে হল সংসদের নির্বাচিত নেতাদের সঙ্গেও মতবিনিময় সভা হবে। সেখানে তারাও দায়িত্ব গ্রহণ করবে।

    উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পরে ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পৃনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি অফিসের সামনে অবস্থান নেয় নির্বাচন বর্জন করা ৫টি প্যানেলের নেতাকর্মীরা।নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।সোমবার (১৮ মার্চ) বিকেল আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

    পিবিডি/জিএম

    ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ,প্রথম কার্যকরী সভা,প্রভোস্ট কমিটি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close