• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

খালেদা জিয়ার মৃত্যু সংবাদ না শোনা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না প্রধানমন্ত্রী: গয়েশ্বর

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী কোনো কিছুতেই তৃপ্ত হন না। সে তার অতৃপ্ত বাসনা নিয়েই রাজত্ব চালাবে, যতই পান ততই চান। খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন। তারপরও তিনি সন্তুষ্ট নন।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়া জেলখানায় আছেন, এটাই তার (শেখ হাসিনা) স্বস্তি নয়, জেলখানায় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ তিনি যতক্ষণ পর্যন্ত না শুনবেন ততক্ষণ পর্যন্ত তিনি বিচলিত। এটা তার পণ, অঙ্গিকার। আর এজন্য তাকে এক সঙ্গে সহযোগিতা করছে প্রশাসন ও আদালত।

তিনি বলেন, মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রধানমন্ত্রীকে পুলকিত করে, আনন্দিত করে। দেশটা আজ এরকম একটা বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষের কবলে।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের যুগ্ম-আহবায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, মাইনুল ইসলাম, মো.আলিম হোসেন,অধ্যাপক সেলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু, মিয়া মো.আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি প্রমুখ বক্তব্য রাখেন।


/পিবিডি/একে

প্রধানমন্ত্রী,খালেদা জিয়া,গয়েশ্বর চন্দ্র রায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close