• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুপ্রভাত পরিবহনের বেপরোয়া বাসটির রেজিস্ট্রেশন বাতিল

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৯:২৫ | আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুপ্রভাত পরিববহনের সংশ্লিষ্ট বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে ।

মঙ্গলবার (১৯ মার্চ ) বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

    এদিন সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। এর প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করে আবার আগামীকাল সকাল থেকে বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

    বিআরটিএ জানিয়েছে, দুর্ঘটনাজনিত কারণে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৪৩ ধারা মোতাবেক ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নম্বর বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হলো।

    সুপ্রভাত বাস
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close