• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

অস্ট্রেলিয়া ভ্রমণেও বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ২০:৫৩ | আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:২৭
পূর্বপশ্চিম ডেস্ক

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার জেরে এবার অস্ট্রেলিয়ায় ভ্রমণেও বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সতর্কবার্তায় বলা হয়, একজন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন্ট ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুক হামলা চালালে ৫০ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন। এছাড়া আরও তিনজন বাংলাদেশি আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার আগে তিনি নিজেকে একজন বর্ণবাদী অভিহিত করে ৭৪ পৃষ্ঠার একটি ম্যানিফেস্টো প্রকাশ করেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার একজন সিনেটর এক বিবৃতি ইস্যু করে মসজিদে হামলার জন্য মুসলিমদের দায়ী করেন। অস্ট্রেলিয়ার একজন আইন প্রণেতার মন্তব্যের পর আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় বর্ণবাদ বাড়তে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং অস্ট্রেলিয়ায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক, বিশেষত জনসমাগমস্থলে, সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মিডিয়া ও স্থানীয় অন্যান্য সূত্র থেকে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবগত থাকতে হবে।

ক্যানবেরায় বাংলাদেশের হাই কমিশন নাগরিকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। যে কোনো প্রয়োজনে +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসী হামলার জেরে এর আগে নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়।


/পিবিডি/একে

অস্ট্রেলিয়া,বাংলাদেশি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close