• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিয়ানমার শীর্ষ নেতার ২০ বছরের জেল

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১০:৫২
আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গা মুসলিমবিরোধী কট্টরপন্থা অবলম্বনকারী জাতিগত রাখাইন নেতাকে ২০ বছরের জেল দিয়েছেন মিয়ানমারের একটি আদালত। আরাকান ন্যাশনাল পার্টির সাবেক চেয়ারম্যান আয়ি মাউং নামে ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রদ্রোহের। খবর এএফপি।

আই মোং নামে ওই নৃতাত্ত্বিক নেতা মিয়ানমারে খুবই সুপরিচিত। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরে মঙ্গলবার তার রায় ঘোষণা করা হয়। এ সময় তার শত শত সমর্থককে আদালতের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে।

সম্পর্কিত খবর

    ২০১৮ সালের জানুয়ারিতে উসকানিমূলক বক্তব্য ও রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। ওই বক্তব্য দেয়ার একদিন পরই সেখানে দাঙ্গা বেধে বহু প্রাণহানী ঘটেছে।

    প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যটি সহিংসতার কারণে বিচ্ছিন্ন। ২০১৭ সালের আগস্টের শেষ দিক থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের কাছ থেকে হত্যা, ধর্ষণ, অঙ্গহানি ও বসতবাড়িতে অগ্নিসংযোগের বিবরণ পাওয়া গেছে। তবে রোহিঙ্গাবিরোধী অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করা নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছে।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close