• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, ফের গাড়ির কাগজ চেক করছেন শিক্ষার্থীরা

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক

সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ফের গাড়ির কাগজপত্র চেক করতে শুরু করেছেন।

বুধবার (২০ মার্চ) রাজধানীর শাহবাগে গাড়ির কাগজ চেক করার সময় দুই বিচারপতির গাড়ি আটকে দেন তারা।

এসময় চালকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এসময় মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, পুলিশের গাড়ি ও মিনিবাস দাঁড় করিয়ে লাইসেন্স ও কাগজপত্র চেক করতে দেখা গেছে তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা গাড়ির চালকের লাইসেন্স ও ফিটনেসের কাগজ চেক করছি। যাদের গাড়ির কাগজপত্র সব সঠিক রয়েছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

সরকারি গাড়ির কাগজ চেক করছেন শিক্ষার্থীরাশাহবাগে বেলা দেড়টার দিকে দু’জন বিচারপতির গাড়ির আটকে দেন শিক্ষার্থীরা। এসময় এক বিচারপতি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা চালকের কাগজ ছাড়া গাড়িটি ছাড়তে চাননি। পরে গাড়ির চালক তার লাইসেন্স দেখালে গাড়িটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। তবে গাড়িটির সামনে শিক্ষার্থীরা ভুয়া লিখে দেন। এরকম মোটরসাইকেল, অটোরিকশা চেক করেও ওকে লিখে দিচ্ছেন শিক্ষার্থীরা।

মোটরসাইকেল চালক ইয়েমন নামে এক ব্যক্তি গাড়ির কাগজপত্র শিক্ষার্থীদের দেখানোর পর বলেন, শিক্ষার্থীরা কাগজপত্র বুঝে না। তারপরও তারা দেখতে চায়। তাদের প্রশিক্ষণ দেয়া উচিত।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ অবরোধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুর ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালে তারা এসব কথা বলেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চেয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২৪) ১৯ মার্চ প্রগতি সরণিতে বাসচাপায় নিহত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রাজধানীর শুক্রাবাদ, ধানমণ্ডি, ফার্মগেট, শাহবাগ, নর্দ্দা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এসময় দোষী চালকদের ফাঁসি দাবি জানান তারা।

গতবছর দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর সারাদেশে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। সে সময়ও তাদের গাড়ির কাগজ তল্লাশি করতে দেখা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ)সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন এবং বুধবার সকাল ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

পিবিডি/জিএম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন,অবরোধ কর্মসূচি,শাহবাগ মোড়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close