• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দশ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে ৭৮ শতাংশ: দীপু মনি

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ১৪:৫৩
চাঁদপুর প্রতিনিধি

সরকারের নানামুখী পরিকল্পনার ফলে গত ১০ বছরে ইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুদ, নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

    দীপু মনি বলেন, ইলিশ বাংলাদেশের সর্ববৃহৎ একক মৎস্য প্রজাতি, যা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মাছ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা তথ্যের ভিত্তিতে দেশে জাটকা রক্ষার্থে ছয়টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার সারাদেশে ইলিশসহ মৎস্য খাতের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। ইলিশ বিষয়ে নিবিড় গবেষণা রাখার জন্য ২০১৬-১৭ আর্থিক বছর থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতায় ইলিশ জোরদারকরণ প্রকল্প গ্রহণ করেছে এবং তা চলমান রয়েছে। এ বৃদ্ধির ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।

    এসময় ইলিশ সম্পদ বৃদ্ধিতে শিক্ষামন্ত্রী জেলে সম্প্রদায়কে আরও আন্তরিক হওয়ার এবং জাটকা নিধন না করার আহ্বান ডা. দীপু মনি।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close