• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

অবশেষে বিমানবালার স্বর্ণপাচারের স্বীকারোক্তি

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ২০:০৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার দুই বিমানবালার মধ্যে একজন আদালতে স্বর্ণপাচারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার আদালতে সায়মা আক্তার স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মাহমুদুর রহমান। তবে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানিয়েছেন গ্রেফতারকৃত অপর বিমানবালা ফারজানা আফরোজ। আদালতে হাজিরের আগে দুই দফায় হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আদালত তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সায়মা আক্তার ও ফারজানা আফরোজ সৌদি এয়ারলাইন্সের হিসেবে কেবিন ক্রু হিসেবে কর্মরত হলেও দুজনই বাংলাদেশের নাগরিক।

গত সোমবার (১৮ মার্চ) রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে তারা ঢাকায় আসেন। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস। পরে সায়মা আক্তারের অন্তর্বাস থেকে ২৬ টি এবং ফারজানার অন্তর্বাস থেকে ১০ টি সোনার বার উদ্ধার করা হয়।

পিবিডি- এনই

বিমানবালা,সায়মা আক্তার ও ফারজানা আফরোজ,সৌদি এয়ারলাইন্সে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close