• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশ:  ২৬ মার্চ ২০১৯, ১৪:২৭ | আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৪:৪৫
কুমিল্লা পতিবেদক

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ ) সকালে কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে এক ঘন্টারও বেশি সময় ধরে তারা সড়ক অবরোধ করেন।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, মঙ্গলবার সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গ্যাসবাহী ট্রাকের চাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। মাহমুদা চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে কুটুম্বপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে উঠে।

ওসি জানান, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে একটি গ্যাসবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয়। তারপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করাহ হয়।

এদিকে সদর দক্ষিণ থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা রিনা সাহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

কুমিল্লা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close