• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৬ মার্চ ‘বাংলাদেশ ডে’ পালনের ঘোষণা ওয়াশিংটনের

প্রকাশ:  ২৬ মার্চ ২০১৯, ১৯:৪৬ | আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:৩০
নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ঘোর বিরোধী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাধীনতার ৪৯ বছর পর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।

মঙ্গলবার (২৬ মার্চ) ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বাংলাদেশে স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ দেশের মানুষকে অভিনন্দন জানিয়েে এব বার্তা পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক বিবৃতিতে মেয়র ৪৯তম স্বাধীনতা দিবসকে বাংলাদেশ ডে হিসেবে পালনের ঘোষণা দেন।

বিবৃতিতে ওয়াশিংটনের মেয়র বলেছেন, মেয়র মুরিয়েল বাউজার বলেন, আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বলছি, আজকে বাংলাদেশের বিশেষ দিন উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত এবং জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২৬ মার্চ, ২০১৯ কে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করছি।

পিবিডি-এনই

বাংলাদেশ ডে,ওয়াশিংটন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close