• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

বনানীতে হেলিকপ্টারে তিনজনকে উদ্ধার

প্রকাশ:  ২৮ মার্চ ২০১৯, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক

রাজধানী বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হেলিকপ্টার দিয়ে তিনজনকে উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হেলিকপ্টার দিয়ে ভবনের ছাদ থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন সেনাবাহিনীর পক্ষ থেকে ভবনের ভেতরে যারা আটকা পড়েছেন তাদের ভবনের ছাদে যেতে বলা হচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের মই ব্যবহার করে ভবনের ১২তলা থেকে আটকা পড়াদের উদ্ধার করছেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বেলা ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।

পিবিডি/রবিউল

বনানী,এফ আর টাওয়ার,হেলিকপ্টার,সেনাবাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close